লেখক : মাওলানা মুহাম্মদ এ কে আজাদ (আবু আরিফ আল আলাভী )
ه
ء : কন্ঠনালীর শেষ সীমা যাহা বক্ষদেশের সহিত
মিলিত হয়, সেখান থেকে উচ্চারিত হয়।
ع ح : কন্ঠনালীর
মধ্যভাগ হতে।
خ غ : কন্ঠনালীর
অগ্রভাগ হতে (যা জিহ্বার গোড়ার সঙ্গে সংযুক্ত)।
ط د ت : জিহ্বার
অগ্রভাগ ও উপরের দাঁতের গোড়া থেকে উচ্চারিত হয়।
ظ ذ ث : জিহ্বার
অগ্রভাগ ও উপরের দাঁতের মাথা থেকে উচ্চারিত হয়।
ص س ز : জিহ্বার অগ্রভাগ ও নীচের সামনের দুই বড়
দাঁতের আগা হতে উচ্চারিত হয়।
ى ش ج : জিহ্বার মধ্যস্থল উহার বরাবর উপরের তালুর সঙ্গে মিলে উচ্চারিত হয়।
و : উভই ঠোঁট হতে উচ্চারিত
হয়। কিন্তু ঠোঁট দুটি মিলিত হয়না।
ب : দুই ঠোঁটের
ভেজা অংশ থেকে উচ্চারিত হয়।
م : দুই ঠোঁটের
শুকনো অংশ থেকে উচ্চারিত হয়।
ف : উপরের দাঁতের
অগ্রভাগ ও নীচের ঠোঁটের ভেজা অংশের সঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হয়।
ق : জিহ্বার গোড়া
উহার উপরের সংলগ্ন নরম তালুর সঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হয়।
ك : জিহ্বার গোড়া
এবং তালুর শক্ত অংশের সঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হয় (যে স্থান থেকে ق উচ্চারিত
হয় তার অল্প নীচ হতে)।
ض : জিহ্বার যে
কোন পার্শ্বের কিনারা এবং যে কোন পার্শ্বের উপরের চোয়ালের দন্তপাটি হতে কিংবা মাড়ি
থেকে উচ্চারিত হয়।
ل ن ر : জিহ্বার অগ্রভাগ ও সামনের উপরের
মাড়ি সংলগ্ন তালু থেকে উচ্চারিত হয়।
ا لف : মুখের ভিতরের
খোলা অংশ হতে উচ্চারিত হয়।
غنه : গুন্নাহর মাখরাজ হল নাকের ছিদ্র পথ।
Nice Work Sir
ReplyDeleteThanks
ReplyDeleteThanks
ReplyDelete